
ভালো থেকো: পর্ব ৫ – ঠিক ভুল ব্যবধান
এই গল্পটা আমার বাড়ি ফেরার - করোনা পরবর্তী সময়ে চীন থেকে ভারত - প্রায় তিন বছর পরে। শেষ পর্বটা কোন নাটকীয়তায় ভরা নয়, শুধুমাত্র তিন বছর পর নিজের দেশের মাটিতে নামার তীব্র অনুভূতি ছাড়া। এই পর্বে একবার ফিরে দেখা সেই তিনটে মাসের দিকে, যে সময়টা আমাকে অনেক কিছু শিখিয়েছে, গড়ে তুলেছে আরও একটু ভালো মানুষ হিসেবে, আর উপহার দিয়েছে এমন কিছু সম্পর্ক যা আমার সারা জীবনের সম্পদ।